মেট্রোরেলের রুট পরিবর্তনের আন্দোলনে ছাত্র ইউনিয়নের একাত্মতা


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

মেট্রোরেলের রুট পরিবর্তনে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রুটটি শাহবাগ হয়ে মৎসভবন দিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্যথায় ছাত্র ইউনিয়ন আপামর ছাত্র সমাজকে সাথে নিয়ে মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাখা সংগঠনের সভাপতি লিটন নন্দী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাধারণ শিক্ষার্থীদের মেট্রোরেলের রুট পরিবর্তনের আন্দোলনে পূর্ণ সমর্থন ব্যক্ত করছে। একই সাথে শিক্ষা-শিক্ষাঙ্গন পরিবেশ, ভাস্কর্য ও জাতীয় ঐতিহ্যের ঐতিহাসিক মূল্য বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মেট্রোরেল রুটের বিরোধিতা করছে। আমরা মেট্রোরেলের রুটটি শাহবাগ হয়ে মৎসভবন দিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মেট্রোরেলের রুট নির্মাণ হলে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের প্রতীকগুলো উন্নয়নের ডামাডোলে ক্ষতিগ্রস্ত হবে। রাজু ভাস্কর্যের একটি অংশ আজীবন মেট্রোরেলের রুটের ছায়ায় ঢেকে যাবে। জাতীয় জাদুঘর, চারুকলা, তিন নেতার মাজার ও ঢাকা গেইট জাতীয় ঐতিহ্যের অংশ হয়েও ক্ষতিগ্রস্ত হবে।

লিটন নন্দী আরো বলেন, জাতীয় ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদফতরের জাতীয় ঐতিহ্য সংরক্ষণ নীতিমালা রয়েছে। নীতিমালা অনুযায়ী কোন ঐতিহাসিক স্থাপনা অথবা পুরাকীর্তির ২০০ বর্গমিটার এলাকায় কোন ভারী স্থাপনা তৈরি করা যাবে না। তাই মেট্রোরেল বা কোন স্থাপনা নির্মাণ জাতীয় ঐতিহ্য সংরক্ষণ আইনের লঙ্ঘন। এর থেকে সৃষ্ট এক বছরের কম্পন একটি ৬ থেকে ৬.৫ মাত্রার ভূমিকম্পের সমান। যা কার্জন হলসহ ঢাকা গেইটের জন্য হুমকিস্বরূপ।

ইআইএ রিপোর্ট এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ইআইএ রিপোর্ট অনুযায়ী মেট্রোরেলের ফলে তীব্র বায়ু দূষণ হবে। ৫-৬ বছরের জন্য ক্যাম্পাসে বায়ু দূষণ এবং শব্দ দূষণের ফলে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই আমরা মেট্রোরেলের রুটটি পরিবর্তন করে বিকল্প রুট ব্যবহার কারার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

এসময় সংগঠনটি পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন শাখা সংগঠনের সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফয়েজ উল্যাহ, কোষাধ্যক্ষ রাফী আল আমিন প্রমুখ।

এমএইচ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।