সিডনি ওপেনের শিরোপা সানিয়া-হিঙ্গিসের
সিডনি ইন্টারন্যাশনাল ওপেনের ফাইনালে ওঠার পথে আগের দিন টানা ২৯ ম্যাচ জিতে বিশ্ব রেকর্ড গড়েন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি। এবার ফাইনালে ক্যারোলিন গার্সিয়া ও ক্রিস্টিনা মাডেনোভিক জুটিকে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো এই দুই টেনিস সুন্দরী।
শুক্রবার ফাইনালে প্রথম সেটে পিছিয়ে পড়লেও পরের দুটি সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১ ঘণ্টা ১৩ মিনিটের লড়াই শেষে ১-৬, ৭-৫, ১০--৫ সেটে পরাজিত করে বিজয়ীর হাসি হাসেন ভারত ও সুইজারল্যান্ডের এই দুই টেনিস সুন্দরী।
গত মৌসুমের ইউএস ওপেন ও উইম্বলডনের শিরোপা জয় করা সানিয়া-হিঙ্গিস জুটির এটা ১১তম শিরোপা। ২০১৫ সালে নারী ডাবলসের এই সফল জুটি ৯টি শিরোপা জয় করেন; যার মধ্যে মৌসুম শেষের ডব্লিডটিএ শিরোপাও রয়েছে।
গত বছর যেখানে শেষ করেছেন এবার যেন সেখান থেকেই শুরু করলেন এই দুজন। ২০১৬ সালের শুরুতে ব্রিসবেন ওপেনের শিরোপার জেতার পর এবার জিতলেন সিডনি ইন্টারন্যাশনাল ওপেনের শিরোপা।
এমআর/এমএস