টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ৫০


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যরকম এক হাফ সেঞ্চুরি করে ফেললো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই নিয়ে ৫০ জন ক্রিকেটার পেয়ে গেলেন টি-টোয়েন্টির ক্যাপ।

টেস্ট খেলুড়ে ১০ টি দেশের মধ্যে ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও জিম্বাবুয়ে বাদ দিলে আগেই বাকি আটটি দেশের হয়েই ৫০-এর অধিক ক্রিকেটার অভিষেক করে ফেলেছেন। এবার সেই তালিকায় চলে আসলো বাংলাদেশও। জিম্বাবুয়ের হয়ে এখন অবধি ৪৫ জন ক্রিকেটার অভিষিক্ত হয়েছেন টি-টোয়েন্টিকে।

টি-টোয়েন্টিতে খেলোয়াড় অভিষেক করানোর ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছে ফরম্যাটটির জনক ইংল্যান্ড। দেশটির হয়ে মোট ৭৫ জন ক্রিকেটার অভিষিক্ত হয়েছেন সংক্ষিপ্ততম ফরম্যাটে। আর এরপরের অবস্থানেই আছেন অস্ট্রেলিয়া। ৭৪ জন খেলোয়াড়ের অভিষেক ঘটিয়েছে তারা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।