বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদী ৫৪টি: প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৫ এপ্রিল ২০২২
ফাইল ছবি

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, বাংলাদেশে ভারতের উৎস থেকে আসা বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীর সংখ্যা ৫৪টি।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে বেগম লুৎফুন নেসা খানের (মহিলা আসন-৪৮) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রতিমন্ত্রী জানান, এসব নদীর মধ্যে গঙ্গা নদীর ক্ষেত্রে পানি বণ্টনের একটি চুক্তি বিদ্যমান। বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে গঙ্গা পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের কার্যক্রম বাংলাদেশ ও ভারত কর্তৃক যৌথভাবে বাস্তবায়ন করা হয়।

এইচএস/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।