সোহানে মুগ্ধ মাশরাফি
প্রথমবারের মত জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে গুরুদায়িত্ব পালন করলেন কাজী নুরুল হাসান সোহান। সে দায়িত্বটাও দারুণভাবে পালন করেছেন এই তরুণ উইকেটরক্ষক। তাই ম্যাচশেষে অধিনায়কের বাহবাই পেলেন তিনি। এ ধরণের ক্রিকেটারকে পেয়ে নিজেও দারুণ মুগ্ধ বলে জানালেন মাশরাফি বিন মর্তুজা।
সোহানের জাতীয় দলের জার্সি গায়ে তুলে দেয়ার মূল উদ্দেশ্য ছিল সাত-আট নাম্বারে একজন ভালো ব্যাটসম্যানের অভাব পুরণ করা। যে ঝড়ো গতিতে ব্যাটিং করতে পারবে, প্রয়োজনে উইকেটে সেট ব্যাটসম্যানকে স্ট্রাইক দিয়েও খেলতে পারবে। প্রথম দিনেই সে পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হয়েছেন সোহান। ৫ বলে ৭ রানের ইনিংসটি ছোট্ট হলেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এটা ছিল অনেক বড়। সাকিবকে সঙ্গ দিয়ে বাংলাদেশের জয়ে দারুন ভূমিকা পালন করেন তিনি।
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে সোহানকে নিয়ে মাশরাফি বলেন, ‘ওর (সোহান) কাজ যেটি, সেটি ভালোভাবেই করতে পেরেছে। সাকিব ছিল স্ট্রাইকে, সোহানের কাজ ছিল স্ট্রাইক বদল করা, আর বাজে বল পেলে একটি-দুটি চার মারা। সেটা সে পেরেছে। রিল্যাক্সড থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ওকে দেখে মনে হয়েছে খুব রিল্যাক্সড ছিল। শুরুটা বেশ ভালো। প্রথম ম্যাচেই বিচার করা কঠিন। তবে এই ধরণের ক্রিকেটারকে পেয়ে আমিও মুগ্ধ।’
শুধু ব্যাটিংই নয় সোহানের কিপিংয়েও দারুণ খুশি মাশরাফি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিপিং তো অসাধারণ। মুশিও খুব ভালো। তবে সোহান প্রথম ম্যাচ খুবই ভালো করেছে। কিপিংয়েও দারুণ রিল্যাক্সড ছিল। সামনে এস কিপিং করেছে। ওর স্ট্রেংথগুলোয় সে আপ টু দা মার্ক ছিল।’
তবে দারুণ খেললেও সোহানকে নিয়ে সতর্ক অধিনায়ক। এর আগেও অনেকে প্রতিভা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ঝরে গিয়েছে। নিজের কাজ সঠিকভাবে পালন করে আগামীতে আরও ভালো কিছু উপহার দিতে পারবেন বলে আশা করছেন তিনি। তাকে নিয়ে মাশরাফি আরও বলেন, ‘সোহান এখনও অনেক তরুণ। কম বয়সে সুযোগ পেয়েছে, ওর তাড়না আছে মাঠে ছুটোছুটি করার, সবাইকে সক্রিয়া রাখার। এই ব্যাপারগুলি ওর কাছ থেকে আমরা আশা করি। ওকে এজন্যই দলে নেওয়া হয়ছে। ওর যেটা কাজ ছিল সেটা করতে পেরেছে। আশা করি এটা ধরে রেখে ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু করবে।’
আরটি/আইএইচএস/এমএস