ইজতেমা ময়দানে মালয়েশিয়ার নাগরিকের মৃত্যু


প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

বিশ্ব ইজতেমা ময়দানে শাহিদান ইব্রাহিম (৪৮) নামে মালয়েশিয়ার এক নাগরিক মারা গেছেন। শুক্রবার দুপুরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
 
এর আগে সকালে শাহিদান ইব্রাহিম বিদেশি নিবাসে অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান কর্তব্যরাত চিকিৎসক তাকে ঢাকার শহীদ সহরোয়ার্দী হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

ইজতেমার পুলিশ কন্ট্রোল রুম সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার বাদ মাগরিব ইজতেমা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার মরদেহ নিজ দেশে পাঠানোর জন্য মালয়েশিয়ান দূতাবাসে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে দুই মুসল্লি ইন্তেকাল করলেন।
            
আমিনুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।