সপ্তাহে লেনদেনে চাঙা পুঁজিবাজার


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৫ জানুয়ারি ২০১৬

সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। এসময় সূচকের ওঠানামা থাকলেও দর বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের।  একই সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৮৮ শতাংশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

এদিকে, গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিন ঊর্ধ্বমুখী থাকলেও বাকি দুদিন দরপতন হয়েছে দুই স্টক এক্সচেঞ্জে। সপ্তাহজুড়ে প্রধান সূচক বাড়লেও কমেছে অন্যান্য সূচক। তবে বেড়েছে পিই রেশিও ও বাজার মূলধন।

বাজার সংশ্লিষ্টদের মতে, সমাপ্ত বছরের শেষের দিকে পুঁজিবাজার স্থিতিশীলতায় বেশকিছু প্রদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থার বিএসইসি। একই সঙ্গে শেয়াবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানির বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ঘোষিত মূদ্রানীতিকেও পুঁজিবাজার সহায়ক বলছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে প্রাতিষ্ঠানিক বিনিযোগকারীরা বাজারে সক্রিয় হচ্ছে। ইতিবাচক ধারায় ফিরেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রধান ধেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ১৪৪ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৪৯৩ টাকার। আগের সপ্তাহের চেয়ে ৪৩০ কোটি ৯৪ লাখ ১১ হাজার ৭২৫ টাকা বা ১৫ দশমিক ৮৮ শতাংশ বেশি। আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ২ হাজার ৭১৩ কোটি ৯৬ লাখ ৮১ হাজার টাকা।। ডিএসইতে সপ্তাহে প্রতিদিন গড়ে ৬২৮ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ। ডিএস৩০ সূচক কমেছে ১০ দশমিক ৫৮ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ। আর শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ৭ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ।

গেল সপ্তাহে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৭ টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার।

সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে দশমিক ৪৯ শতাংশ। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ৭২ শতাংশ বেড়ে ১৫ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, গত সপ্তাহে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)সিএএসপিআই সূচক বেড়েছে দশমিক ৬৪ শতাংশ। সিএসই৩০ সূচক কমেছে দশমিক ০০৬৪ শতাংশ এবং সার্বিক সূচক  সিএসইএক্স বেড়েছে দশমিক ৬০ শতাংশ।

সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। টাকার অংকে লেনদেন হয়েছে ২১৪ কোটি ৩২ লাখ ৪৩১ টাকা।

এসআই/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।