সিদ্ধিরগঞ্জে ২ যুবকের উপর মাদক ব্যবসায়ীদের হামলা
সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করে পুলিশকে খবর দেয়ার ঘটনায় সংজ্ঞবদ্ধ মাদক ব্যবসায়ীরা দুই যুবকের উপর হামলা চালিয়েছে। এসময় মাদক বিক্রেতারা দুই রাউন্ড গুলিবর্ষণ করেছেন বলেও জানা যায়।
বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের লক্ষীনারায়ণ কটন মিলস এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রামদা উদ্ধার করেছে। তবে গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ।
এলাকাবাসী জানান, সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিল এলাকায় সজিব নামে এক মাদক বিক্রেতাকে ফেনসিডিলসহ রুবেল মাদবর ও শামীম মাদবর আটক করে পুলিশকে খবর দেন। ফেনসিডিল আটক করার খবর পেয়ে মাদকব্যবসায়ী জসিম ওরফে গলাকাটা জসিম তার সহযোগী জামান, কুট্টি, রশিদুল, রাজু, মুন্না, ইন্দ্রজিৎ ঘটনাস্থলে পৌঁছে জনৈক আব্দুল আজিজ ওরফে টেইলার আজিজের দোকান থেকে একটি রিভালবার, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন রুবেল মাদবর ও শামীম মাদবরের উপর। এসময় তারা উভয়ে আহত হন।
একই সময় মাদক ব্যবসায়ী জসিম রিভলবার দিয়ে দুই রাউন্ড গুলি করেন বলে জানান এলাকাবাসী। পরে মাদক ব্যবসায়ীরা রুবেল মাদবরের মালিকানাধীন রুবেল ভ্যারাইটিজ নামে একটি মুদি দোকানে হামলা চালিয়ে ওই দোকান ভাঙচুর ও লুটপাট করেন। মাদক ব্যবসায়ী জসিম ওরফে গলাকাটা জসিম ক্রসফায়ারে নিহত রকমতের সহযোগী ছিলেন বলে জানান এলাকাবাসী। তিনি গোদনাইল মাঝিপাড়া এলাকার মৃত রওশন আলীর ছেলে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম ঘটনাস্থল থেকে একটি রামদা উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) সরাফত উল্লাহ জানান, গুলিবর্ষণের কোনো সত্যতা পাওয়া যায়নি। দুই গ্রুপে ধাক্কাধাক্কি হয়েছিল। এলাকাবাসী এসে মারামারি থামিয়ে দেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামীম জাগো নিউজকে জানান, ফেনসিডিল আটক করলে মাদক ব্যবসায়ীরা ছিনিয়ে নিয়ে গেছেন বলে ওই দুই যুবক আমাদের কাছে বলেছেন। এসময় গুলিও ছোড়া হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে আমরা কোনো গুলির কোনো আলামত পাইনি। আমরা শুধু একটি রামদা উদ্ধার করেছি।
হোসেন চিশতী সিপলু/এমজেড/আরআইপি