আরএ গণির জানাজা ধানমন্ডিতে, দাফন বনানীতে


প্রকাশিত: ০২:৪৭ এএম, ১৫ জানুয়ারি ২০১৬

বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী ও বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণির নামাজে জানাজা আজ (শুক্রবার) বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে আরএ গণিকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে। আরএ গণির ব্যক্তিগত সহকারী লেলিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৫মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরএ গনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নি লিল্লাহি ওয়া ইন্নে লিল্লাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯১বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।

লেনিন জানান,  রাতে গোসল শেষে আরএ গনির  মরদেহ স্কয়ার হাসপাতালে রাখা হয়েছে। নয়াপল্টন বিএনপি অফিসের সামনে বা সংসদ ভবন প্রাঙ্গণে জানাজার সময়ের বিষয়ে চূড়ান্ত কিছু জানাতে পারেননি তিনি।

এমএম/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।