দুই ঘণ্টা বিদ্যুৎবিহীন বরিশালের ৫ উপজেলা


প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬

বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা মাদ্রাসা সংলগ্ন সড়কে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকের ধাক্কায় গাছ হেলে ৩৩ কেভি সঞ্চালন লাইনের উপর পড়ায় তিনটি উপজেলা পুরোপুরি এবং দুইটি উপজেলা আংশিক দুই ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনায় ট্রাকের হেলপার ও বাসের যাত্রীসহ আটজন আহত হন। এদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানান, গুড়বোঝাই একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে আসছিল। ভূরঘাটা থেকে বরিশালগামী অভ্যন্তরীণ রুটের শাপলা পরিবহন ইল্লা মাদ্রাসা এলাকায় ট্রাকটিকে ওভারটেকের চেষ্টা করে। এ সময় ট্রাক এবং বাস মহাসড়কের পূর্বপাশে একটি গাছের সঙ্গে আছড়ে পড়ে।

এতে গাছটি হেলে ৩৩ কেভি সরবরাহ লাইনের উপর পড়ায় বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। এরপর থেকে গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলা পুরোপুরি এবং সংলগ্ন বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার আংশিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

গৌরনদী থানার ডিউটি অফিসার এএসআই হেলাল জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলতে কোনো সমস্যা হয়নি। আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে।

বরিশাল পল্লী বিদ্যুৎ-২ এর জেনারেল ম্যানেজার হেমচন্দ্র বৈদ্য জানান, সড়ক দুর্ঘটনায় সঞ্চালন লাইনের কিছুটা সমস্যা হলেও বিকল্প ব্যবস্থায় রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।