স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আহত ২ মেয়ে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২৯ মার্চ ২০২২
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে দুই মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় মোছা. সাবিনা ইয়াসমিন (৩১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই মেয়ে ওহী (১০) ও রাহী (৮) আহত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১৪ তে অবস্থিত ডেন্টাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে নিহত সাবিনা ইয়াসমিনের ভাই মামুন বলেন, আমার বোন দুই মেয়েকে নিয়ে অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে আমার বোন মাটিতে ছিটকে পড়ে।

তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমার দুই ভাগ্নি সামান্য আঘাত পাওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। তার স্বামী রফিকুল ইসলাম নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দুই মেয়েকে নিয়ে তিনি ঢাকার বিআরবি কলোনিতে থাকতেন।

কাজী আলামিন/এমপি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।