‘বিনামূল্যে’ বায়োমেট্রিক ভেরিফিকেশন করার নির্দেশ


প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬

দেশের সব মোবাইল গ্রাহকদের ‘বিনামূল্যে’ বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পর্কিত এক সাধারণ সভায় এ নির্দেশ দেয় বিটিআরসি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে বলা হয়, অবৈধ ও অনিবন্ধিত সংযোগ দেশ ও জাতির জন্য বিপজ্জনক, তাই সকল মোবাইল গ্রাহক যেনো দ্রুত বিনামূল্যে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করেন।

উল্লেখ্য ১৬ ডিসেম্বর থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হয়েছে। আর পহেলা মে থেকে সিম ডি-অ্যাক্টিভ করতেও এই পদ্ধতির ব্যবহার হবে।

সিম নিবন্ধনে প্রয়োজন পড়বে জাতীয় পরিচয়পত্র, যাদের জাতীয় পরিচয়পত্র নেই-প্রবাসী বাংলাদেশি বা দেশে অবস্থানরত বিদেশিদের জন্যও পথ দেখিয়ে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।