ট্রাকের ধাক্কায় মেডিকেল প্রতিনিধি নিহত


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ওমর ফারুক (৩০) নামে পদ্মা ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক মেডিকেল প্রতিনিধি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নওগাঁ সড়কের পাকবাইল সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের মালিবাড়ী কাউরাশ গ্রামের রজিব উদ্দিন মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে দুপচাঁচিয়া-পাকবাইল সেতুর দক্ষিণ পাশে একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান ওমর ফারুক। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুপচাঁচিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

লিমন বাসার/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।