নতুন ভারতীয় হাইকমিশনার শ্রিংলা ঢাকায়


প্রকাশিত: ১১:২৭ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

হর্ষ বর্ধন শ্রিংলা বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হলেন। এর আগে ব্যাংককে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ব্যাংককের রাষ্টদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে হর্ষ বর্ধন শ্রিংলা দীর্ঘদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ডেস্কে কর্মরত ছিলেন।

হর্ষ বর্ধন শ্রিংলার দীর্ঘ ৩০ বছরের কূটনৈতিক ক্যারিয়ার রয়েছে। নয়াদিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ছাড়াও তিনি প্যারিস, হ্যানয় ও তেলআবিবে ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন। এছাড়া জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে মিনিস্টার/কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন হর্ষ বর্ধন শ্রিংলা।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।