লিজের টাকা না দেয়ায় মেহেরপুরে উচ্ছেদ অভিযান


প্রকাশিত: ১০:১৪ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

১৫ বছর ধরে সরকারি অর্পিত সম্পত্তির লিজের টাকা না দেয়ার অভিযোগে অবৈধভাবে দখলকৃত জমি থেকে দখলদারদের উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অর্পিত সম্পত্তি সরকারের দখলে নেয়ার কাজটি করেছেন প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিনুজ্জামান।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মেহেরপুর শহরের কাসারি বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে বসত বাড়িতে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। এসময় অবিলম্বে তার বাড়ির সকল মালামাল সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

Meherpur
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট শাহিনুজ্জামান জাগো নিউজকে জানান, ১৯৬৯ সালে শহরের কাসারিপাড়া এলাকার নবি বকস মিয়ার ছেলে আবু সুফিয়ান এস এ খতিয়ান নং-১৬৪৪ ও এসএ ৩৮৪ নং দাগে ১১ শতক সরকারের অর্পিত জমি বন্দোবস্ত করে নেন। মাসিক ৬২৭ টাকা হারে তাকে বন্দোবস্ত দেন সরকার। আবু সুফিয়ান ২০০০ সাল পর্যন্ত লিজের টাকা পরিশোধ করলেও গত ১৫ বছর যাবৎ লিজের টাকা না দিয়ে জোর করে ভোগদখল করে আসছিলেন।

তাকে বার বার লিজের টাকা পরিশোধের জন্য নোটিশ দিলেও কোনো পদক্ষেপ না নেয়ায় সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষ ভূমি ও ইমারত (দখল ও পুনরুদ্ধার) আদেশ ১৯৭০ অনুযায়ী আবু সুফিয়ানকে জমি থেকে উচ্ছেদ করে অর্পিত জমি সরকারের দখলে নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। এছাড়া এ জমির উপর থেকে সকল ধরনের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আতিকুর রহমান টিটু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।