রেলের ভাড়া বাড়ছে ৭.৮ শতাংশ


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

বাংলাদেশে রেলের ভাড়া ৭ দশমিক ৮ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই ভাড়া ফেব্রুয়ারি থেকেই কার্যকর করার ইচ্ছার কথা বলেছেন মন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তার অনুমতি সাপেক্ষে আগামী মাস থেকেই রেলের ভাড়া বাড়বে’।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যাত্রীসেবার মান ঠিক রেখে রেলের ভাড়া বাড়ানোর পরামর্শ দেওয়ার দুই দিনের মাথায় ভাড়া বাড়ানোর এই উদ্যোগের কথা জানালেন রেলমন্ত্রী।

এবার ভাড়া কী হারে বাড়ছে জানতে চাইলে রেলসচিব ফিরোজ সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে ৭ দশমিক ৮ শতাংশ ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। এতে সর্বনিম্ন ভাড়া বাড়বে পাঁচ টাকা। আর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ট্রেনে শোভন শ্রেণির ভাড় ৪৫ টাকার মতো বাড়তে পারে’।

রেল ভবনকে ওয়াইফাই সুবিধার আওতায় আনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।