মাল্টায় বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা রাষ্ট্রদূত রিউবানের
মাল্টায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে বাংলাদেশ থেকে মাল্টায় যাতায়াত ভবিষ্যতে আরও সহজতর করার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ও ভারতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রিউবান গুচি।
শুক্রবার (২৫ মার্চ) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আশা প্রকাশ করেন। স্পিকারের জাতীয় সংসদের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মাল্টায় যাতায়াত প্রক্রিয়া সহজতর করার উদ্যোগকে স্বাগত জানান।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, ব্যবসা- বাণিজ্য ও শ্রমবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়।
স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে মাল্টার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক রয়েছে। পারস্পরিক স্বার্থে ভবিষ্যতে এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় স্পিকার কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের তিন বছরব্যাপী প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে সিপিএ ফোরামে মাল্টার স্পিকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে কঠিন সমস্যার সমাধান করা হয়েছে বলে উল্লেখ করেন।
মাল্টার রাষ্ট্রদূত বলেন, মাল্টায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির জনগণ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বেশ শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকার দক্ষতার সঙ্গে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লক্ষাধিক রোহিঙ্গার সমস্যাকে মোকাবিলা করছে।
এসময় মাল্টার মিশন প্রধান অনারারি কনসাল এম. শোয়েব চৌধুরী ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএস/এমকেআর