কথা রাখেনি পাকিস্তান : নৌমন্ত্রী


প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ১৯৭১ সালে ১৯৫ জন পাক সেনা আন্তর্জাতিক যুদ্ধাপরাধে জড়িত ছিল। সেই যুদ্ধাপরাধীদের বিচার করবে বলে পাকিস্তান তাদের ফিরিয়ে নিয়েছিল। কিন্তু পাকিস্তান তাদের বিচার করেনি। পাকিস্তান কথা রাখেনি।

বৃহস্পতিবার আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির ৫০তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদ্য মেরিন কোর্স সম্পনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৌমন্ত্রী বলেন, বিশ্বের যে প্রান্তে থাক না কেন, দেশের কথা ভুলবে না। দেশের সেবায় আত্মনিয়োগ করবে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মেধার পরিচয় দিতে হবে। আমার বিশ্বাস সদ্য মেরিন কোর্স সম্পনকারী শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে তাদের মেধার সাক্ষর রাখবে।

দেশের বিভিন্ন জায়গায় চারটি মেরিন অ্যাকাডেমির কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এবছর মেরিন অ্যাকাডেমি থেকে গ্র্যাজুয়েশন লাভ করেছে ২৫১ জন। আর এ পর্যন্ত মোট ৪ হাজার ৭১ জন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন লাভ করেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে নৌ বাণিজ্যের চাহিদা বেড়েছে।  তাই মেরিনদের কর্মসংস্থানের সুযোগও অনেক বৃদ্ধি পেয়েছে। এজন্য জাহাজ নির্মাণ পরিবহন শিল্পকে আমরা উৎসাহ দিচ্ছি।

অনুষ্ঠানে নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, মেরিন অ্যাকাডেমির কমান্ডেন্ট ড. সাজিদ হোসেন সহ অ্যাকাডেমির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জীবন মুছা/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।