মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য সহ্য করা হবে না


প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কেউ বিরূপ মন্তব্য করলে তা সহ্য করা হবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশন আয়োজিত `একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরগাঁথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

আরেফিন সিদ্দিক বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধারা আমাদের সম্পদ। একে রক্ষা করার দায়িত্ব আমাদের।

এরপর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহজাহান কবিরের লেখা এ বইয়ের মোড়ক উন্মোচন করেন  আরেফিন সিদ্দিক।

‘একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরগাঁথা’ এই বইয়ে ১১টি সেক্টর ও সেক্টর কমান্ডারদের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

এএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।