শনিবার থেকে ভোজ্যতেলের দাম কমছে


প্রকাশিত: ০৭:২৪ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

ভোজ্যতেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমানো হচ্ছে শনিবার থেকে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও আমদানিকারক সমিতির সভাপতি ফজলুর রহমান যৌথভাবে ভোজ্যতেলের দাম কমানোর ঘোষণা দেন।

তোফায়েল আহমেদ বলেন, ভোজ্যতেলের দাম মূলত নিয়ন্ত্রণ করে আমদানিকারক সমিতি। তারা ভোজ্যতেলের দাম কমানোর যে উদ্যোগ নিয়েছে, সে জন্য সরকারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। এতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।