সড়কে ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহনে নজর দিতে হবে: আতিক
নগরবাসীর পরিবহন সেবা আরও সুশৃঙ্খল করতে সড়কে ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহনে নজর দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসি মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির আহ্বায়ক ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সভা শেষে কমিটির সদস্য মেয়র আতিকুল সাংবাদিকদের বলেন, বাস রুট রেশনালাইজেশনের আওতায় শহরের সব রুটে কীভাবে দ্রুত বাস সেবা দেওয়া যায়, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে গণপরিবহনের মান ও সেবার উন্নয়নে আরও বেশি নজর দিচ্ছি।
ঢাকার দুই-তৃতীয়াংশ মানুষের বাহন বাস উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, সমীক্ষায় দেখা গেছে ঢাকা শহরের ৬২ শতাংশ মানুষ বাস সার্ভিস সেবার ওপর নির্ভর করে। তাই বাস সেবা সঠিকভাবে পরিচালনা করতে পারলে ট্রাফিক সিস্টেমে বড় পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, বাস মালিকদের মধ্যে প্রতিযোগিতা নয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় নগরবাসীকে একটি সুশৃঙ্খল বাস সার্ভিস সেবা দেওয়া সম্ভব হবে।
সভায় রাজধানীর নতুন তিনটি রুটে আরও ২২৫টি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। কবে থেকে এসব বাস চালু হবে, এ নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না দিলেও এ সেবা চালু করতে প্রস্তুতিমূলক সব কাজ আগামী ৯০ দিনের মধ্যে শেষ করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি জানান, নতুন তিনটি রুটের মধ্যে ২২ নম্বর রুটে ৫০টি, ২৩ নম্বর রুটে ১০০টি ও ২৬ নম্বর রুটে ৭৫টি বাস—সব মিলিয়ে নতুন করে ২২৫টি বাস নামানো হবে।
গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর রুটে ‘ঢাকা নগর পরিবহন’ নামের বাস সেবা চালু করে বাস রুট রেশনালাইজেশন কমিটি। তখন ৫০টি বাস দিয়ে এ রুটে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়।
এমএমএ/এমকেআর/এএসএম