লিভারপুল-আর্সেনাল ম্যাচ ড্র


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল এবং আর্সেনালের মধ্যকার ম্যাচটি নাটকীয় ভাবে ৩-৩  গোল ড্র হয়েছে। এর আগে দুই দলের প্রথম পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

নিজেদের মাঠে বুধবার রাতে ম্যাচের ১০ মিনিটেই জার্মান মিডফিল্ডার এমরে কানের গোলে এগিয়ে যায় স্বাগতিক লিভারপুল। তবে এর ৪ মিনিত পরই স্বাগতিকদের উল্লাস থেমে যায়। জোয়েল কাম্পবেলের রক্ষণচেরা পাসে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান অ্যারন রামসি।

ম্যাচের ১৯ মিনিটে লিভারপুলকে ফের এগিয়ে দেন ফিরমিনো। ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে বল জালে জড়ান ব্রাজিলের এই মিডফিল্ডার। দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার আনন্দও বেশিক্ষণ স্থায়ী হয়নি লিভারপুলের। ছয় মিনিট বাদে গোল করে আর্সেনালকে ম্যাচে ফেরান অলিভিয়ে জিরুদ। ফলে ২-২ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে কাম্পবেলের বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করে দলকে আবার এগিয়ে নিয়ে যায় জিরুদ। ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে দারুণ এক জয়ের পথেই ছিল আর্সেনাল। তবে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সব হিসেব পাল্টে দেন লিভারপুলের জো অ্যালেন। জোরালো শটে দারুণ নাটকীয় লড়াইয়ে এক পয়েন্ট নিশ্চিত করেন ওয়েলসের এই মিডফিল্ডার।

পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল, ২১ ম্যাচে আর্সেনাল ভেঙ্গারের দলের পয়েন্ট ৪৩। ৩১ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।