ঘোড়াশালে অস্ত্র ও প্রাইভেটকারসহ তিন ডাকাত আটক


প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

নরসিংদীর ঘোড়াশালে একটি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি ও একটি প্রাইভেটকারসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে ঘোড়াশাল ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সোহেল মিয়া (৩৩), সাইফুল ইসলাম (২৭), নাদিম মিয়া (২৫)। তাদের সকলের বাড়ি জয়দেবপুর এলাকায়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, টঙ্গী-পাঁচদোনা সড়কে ডাকাতির উদ্দেশ্যে শীতলক্ষ্যা সেতু পাড় হয়ে গাড়িটি কখনও আস্তে আবার কখনো থেমে থেমে চলছিল। দূর থেকে দেখে পুলিশ সদস্যদের সন্দেহ হলে এগিয়ে যাই এবং প্রাইভেটকারে থাকা তিন যুবককে চ্যালেঞ্জ করলে তারা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে।

পরে তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের ভিতর থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। তারা এ সড়কে গাড়িতে ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। গত কয়েকদিন যাবৎ এ সড়কে গাছ ফেলে ডাকাতির কয়েকটি ঘটনা ঘটে।

ডাকাতরা বাগেরপাড়া সেরির টং নামক নির্জনস্থানে ডাকাতি করে যাত্রীদের টাকা ও স্বর্ণালংকারসহ সর্বস্ব লুটে গ্রামের ভিতর দিয়ে পালিয়ে যায়।

সঞ্জিত সাহা/এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।