বাগেরহাটে বিএনপির ৩৪ নেতাকর্মীর তিন বছরের কারাদণ্ড


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

বাগেরহাটে দ্রুত বিচার আইনে দায়েরকৃত পৃথক দুটি মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবুসহ ৩৪ নেতাকর্মীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট মোড়ে স্থানীয় আওয়ামী লীগ অফিসে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও বিঞ্চুপুর ইউনিয়নের কুকোড়ামারা গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের পৃথক দুটি ঘটনায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ এ রায় প্রদান করেছেন।

এসময় ২২ আসামি আদালতে উপস্থিত থাকলেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, সাবেক সাংসদ এমএএইচ সেলিমের দুই ভাই আ. রব ডাকুয়া, শাহীন ডাকুয়া ও গোটাপাড়া ইউপি চেয়ারম্যান বাশারত হাওলাদারসহ ১২ আসামি পলাতক রয়েছেন। এরমধ্যে আ. রব ডাকুয়াকে দুটি মামলায় সাজা প্রদান করা হয়েছে।

কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন, বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, সাবেক সাংসদ এমএএইচ সেলিম ও জেলা বিএনপি সভাপতি এমএ সালামের দুই ভাই আ. রব ডাকুয়া, শাহীন ডাকুয়া, গোটাপাড়া বিএনপি সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাশারত হাওলাদার, মোহম্মদ, হাসমত শেখ, ওমর ফারুক, মামুন মোল্লা, আ. হাই মাঝি, একরামুল শেখ, মোবারক মোল্লা, ছফরুল দর্জি, আজমল শেখ, রনি শেখ, হায়দার মাঝি, কামাল শেখ, হাফিজ মল্লিক, আ. কাদের শেখ, শহিদ মাঝি, মাসুম মাঝি, হারুন মাঝি, পিন্টু সরদার, সিদ্দিক শেখ, ওসমান, এলাহি শেখ, নওশের শেখ, সিরাজ শেখ, রাজ্জাক পাইক, বাদশা, শহীদুল ইসলাম, টগর শেখ, মাহামুদ শেখ ও সোহেল শেখ।

বিএনপির এসব নেতাকর্মীদের বাড়ি বাগেরহাট পৌর এলাকাসহ সদরের উপজেলার গোটাপাড়া ও বিঞ্চুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, বিগত ২০১৩ সালের  ১০ আগস্ট বাগেরহাট সদরের বিঞ্চুপুর ইউনিয়নের কুকোড়ামারা গ্রামের বিএনপির নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর ও দু`টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করেন। এ ঘটনার অভিযোগে আদালতে দায়েরকৃত চার্জশিটের ৯৫ আসামির মধ্যে ২৩ জনের দণ্ড দিয়েছেন আদালত। ওই বছরের ২০ অক্টোবর বাগেরহাট সদরের গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট মোড়ে স্থানীয় আওয়ামী লীগ অফিসে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগে দায়েরকৃত চার্জশিটের ১১২ জন আসামির মধ্যে ১১ জনকে দণ্ড দিয়েছেন আদালত।

বাদী পক্ষের আইনজীবী মো.শহিদুল ইসলাম জাগো নিউজকে জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তার মক্কেলরা উচ্চ আদালতে দ্রুত আপিল করবেন।

শওকত আলী বাবু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।