আট জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ
দেশের ৮ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের পারসোনাল শাখা-২ এর উপ-সচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক আদেশ জারি হয়।
ওই আদেশে বলা হয়, মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. মজিবুল হককে নোয়াখালীর, মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. উদয় শংকর চাকমাকে বান্দরবন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. নজরুল ইসলামকে কুষ্টিয়া, স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ওএসডি) ডা. মো. আবদুল হালিমকে মেহেরপুর, নাটোরের সিভিল সার্জন ডা. ফেরদৌস নিলুফারকে রাজশাহী, চুয়াডাঙ্গার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো আজিজুল ইসলামকে নাটোর ও স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (মেডিকেল বোর্ড অ্যান্ড প্রাইভেট ক্লিনিক) ডা. মো. শাহজাহানকে চুয়াডাঙ্গার সিভিল সার্জন পদে পদায়ন দেয়া হয়েছে।
এমইউ/একে/আরআইপি