আইএস সন্দেহে তুরস্কে তিন রুশ নাগরিক আটক


প্রকাশিত: ১১:৪২ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে তিন রুশ নাগরিককে আটক করেছে তুরস্ক পুলিশ। সালতানমেতে আত্মঘাতী বোমা হামলায় মঙ্গলবার ১০ জন নিহত হওয়ার পর পুলিশি অভিযানে ওই তিনজনকে আটক করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দোগান নিউজ অ্যাজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ার একটি বাসায় তল্লাশি চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়েছে। এ সময় বেশ কিছু কাগজ ও সিডি জব্দ করা হয়। তবে ঠিক কোন সময়ে তাদের আটক করা হয়েছে তা জানা যায়নি।

রাশিয়া কনস্যুলেট তুরস্কে মস্কোর ওই তিন নাগরিকের আটকের সত্যতা নিশ্চিত করেছে।

পর্যটন নগরী সুলতানাহমেতের ব্লু মসজিদের কাছে মঙ্গলবার বিস্ফোরণ আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হওয়ার পর দেশটির বিভিন্ন শহরে অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত অন্তত ৬৫ জনকে আটক করা হয়েছে।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।