ক্ষমা চাওয়ায় ১০ মার্কিন নাবিককে ছেড়ে দিয়েছে ইরান


প্রকাশিত: ১০:২২ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

ওয়াশিংটন ক্ষমা চাওয়ায় ইরানের জলসীমায় অনুপ্রবেশের দায়ে আটক ১০ মার্কিন নাবিককে ছেড়ে দিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

এর আগে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর নৌবাহিনী প্রধান বলেন, দেশটির জলসীমায় প্রবেশের দায়ে আটক মার্কিন নাবিকদের ভুলের জন্য ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র। ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এরপরই ওই নাবিকদের ছেড়ে দেয়া হলো।

মঙ্গলবার ইরানের ফার্সি দ্বীপের কাছে জলসীমায় অনুপ্রবেশের ১০ নাবিকসহ মার্কিন দুটি টহল নৌযানও আটক করে ইরান। এদের মধ্যে ৯ জন পুরুষ এবং একজন নারী ছিলেন। এমন এক স্পর্শকাতর সময়ে এ ঘটনা ঘটলো যখন দুই দেশই পরমাণু চুক্তিটি বাস্তবায়নে চেষ্টা করছে।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, কুয়েত থেকে বাহরাইন যাওয়ার পথে তারা আটককৃত দুটি নৌযানের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেন।


এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।