গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত


প্রকাশিত: ০৮:২০ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে চালকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। বুধবার সকালে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকের সহযোগী মো. উজ্জ্বল মিয়া (৩২) ও মো. মাসুম মিয়া (৩৫)। তাদের বাড়ি চুয়াডাঙা জেলায় বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সিপি বাংলাদেশ লিমিটেড কারখানা থেকে মালামাল নেয়ার জন্য একটি ট্রাক কারখানার দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি ঝুলন্ত তারের সঙ্গে ট্রাকের উপরে থাকা সহযোগী উজ্জ্বল মিয়া জড়িয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ট্রাকের অপর সহযোগী মাসুম মিয়াও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় চালকও আহত হয়েছেন। তার নাম পাওয়া যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।