স্যানিটেশন সামগ্রী নিয়ে সাকোসেন-৬ মেলায় আরএফএল


প্রকাশিত: ০৮:০৪ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

দেশি-বিদেশি স্যানিটেশন সামগ্রী নিয়ে চলেছে ‘৬ষ্ঠ সাউথ এশিয়ান কনফারেন্স অন সেনিটেশন-(সাকোসেন-৬)’ মেলা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার এ মেলায় স্যানিটেশন সামগ্রী নিয়ে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল।

আরএফএল ছাড়াও কনফারেন্সে সার্কভুক্ত দেশ সমূহের পাঁচটি দেশের স্টল ও ১৬টি এনজিও (নন গর্ভানমেন্ট অরগানাইজেশন)-এর স্টল রয়েছে।

আরএফএল`র সিনিয়র ম্যানেজার অপারেশন এ আর সামছুর রহমান জাগো নিউজকে বলেন, আরএফএল’ই একমাত্র প্রাইভেট কোম্পানি যারা দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে সকলের স্যানিটেশন সুবিধার জন্য কাজ করছে।

আরএফএলের স্যানিটেশন সামগ্রী নিম্ন আয়ের মানুষের সাধ্যের মধ্যেই পাওয়া যায় উল্লেখ করে তিনি জানান, মেলায় আরএফএল`র তৈরি ফাইবার রি-ইনফোর্সমেন্ট প্লাস্টিক (এফআরপি) সামগ্রী দিয়ে তৈরি- মোবাইল টয়লেট এবং ডাস্টবিন ছাড়াও প্লাস্টিকের তৈরি স্যানবক্স, হ্যান্ড ওয়াস ডিভাইস, আরসেনিক ফ্রি ওয়াটার ফিল্টার, সাতো প্যানসহ বিভিন্ন পণ্য সামগ্রী দেশি-বিদেশি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

বিভিন্ন প্রকল্পের জন্য বিদেশিরা আরএফএল`র স্যানিটেশন সামগ্রীগুলো ব্যবহারে বেশ আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, বিভিন্ন ধরণের স্যানিটেশন সামগ্রী প্রদর্শন করছে দেশি-বিদেশি এনজিওগুলো। এছড়াও স্যানিটেশন সামগ্রী নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন তারা।

উল্লেখ, তিনদিন ব্যাপী এ  ‘৬ষ্ঠ সাউথ এশিয়ান কনফারেন্স অন সেনিটেশন-(সাকোসেন-৬)’ গত ১১ জানুয়ারি শুরু হয়েছে। যা শেষ হচ্ছে আজ (বুধবার)।

এএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।