কুবিতে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত


প্রকাশিত: ০৭:০৯ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

বৈষম্যমূলক অষ্টম পে-স্কেলের প্রতিবাদে ও শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলসহ পাঁচ দফা দাবিতে তৃতীয় দিনের মতো বুধবারও কর্মবিরতি পালন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে কুবির সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।   

সোমবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার এ কর্মবিরতি পালন শুরু করে।

বুধবার বেলা সোয়া ১১টায় মুঠোফোনে কুবির প্রক্টর ও শিক্ষক সমিতি সভাপতি আইনুল হক জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন কর্মসূচি চলবে। তবে কুবির একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে।

comilla-university

এদিকে কুবিতে শিক্ষকদের এ কর্মবিরতির ফলে বুধবার পূর্ব নির্ধারিত বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্ধ  রয়েছে সকল বিভাগের ক্লাস। গত রোববার (১০ জানুয়ারি) লাগাতার এ কর্মবিরতির ঘোষণা দেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।   

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।