ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২


প্রকাশিত: ০৬:১২ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- আইয়ুব আলী (২৮)। আইয়ুব আলী পঞ্চগড় সদর উপজেলার বেগুনপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে।

আহতরা হলেন-নিহত আইয়ুব আলীর স্ত্রী বেলি আকতার (২৮), ঠাকুরগাঁও এগারো মাইল ঝলঝলি গ্রামের জবেদা বেগম (৫০), পঞ্চগড়রে বোদার সুরুজ্জামান (৪০), আলাউদ্দনি (৬০)। আহতরা ঠাকুরগাঁও আধুনকি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য ৩ জনের পরচিয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আহসান নামে একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী মারা যায়। আহত হয় আরও৮ জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর আরও একজনকে মৃত ঘোষণা করে হাসপাতালের চিকিৎসক।
 
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন।

রবিউল এহসান রিপন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।