আফগানিস্তানে বিদেশি কনস্যুলেটে হামলা : নিহত ২


প্রকাশিত: ০৬:০২ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

আফগানিস্তানের জালালাবাদে ভারত, পাকিস্তান ও ইরানের কনস্যুলেট ভবনের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আফগান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে দুজন নিহত হয়েছে। ভারতীয় মিশনের কাছে এখনো গোলাগুলি চলছে। বুধবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি ও রয়টার্স।

কর্মকর্তারা বলছেন, বিভিন্ন দেশের কনস্যুলেট ভবনের কাছে আত্মঘাতী হামলা হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল ওয়ানটিভিনিউজএএফ বলছে, আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২ জন নিহত ও আরো দুজন আহত হয়েছে। তোলোনিউজ বলছে, বিস্ফোরণের সময় গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, আত্মঘাতী হামলার পর পাকিস্তান কনস্যুলেট সিলগালা করে দেয়া হয়েছে। তবে বিস্ফোরণে হতাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।  

এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কনস্যুলেট থেকে দুইশ মিটার দূরে ওই হামলার ঘটনা ঘটেছে। তবে কনস্যুলেটের কর্মকর্তারা নিরাপদে আছেন। এছাড়া বিস্ফোরণ স্থলের পাশে এখনো গোলাগুলি চলছে।

২ জানুয়ারি পাকিস্তানের সীমান্তবর্তী ভারতের পাঞ্জাবের পাঠানকোটে বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা হয়। ওই হামলার রেশ কাটতে না কাটতেই পরদিন রাতে আফগানিস্তানে মাজার-ই শরিফ শহরে ভারতীয় কনস্যুলেটে হামলা হয়। ভারতীয় কনস্যুলেট ভবন লক্ষ্য করে গত ১০ দিনের মধ্যে তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটলো। মঙ্গলবার ভারতের ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, ৩ জানুয়ারি আফগানিস্তানের মাজার-ই-শরীফে ভারতীয় কনস্যুলেটে হামলায় পাকিস্তানি সেনাবাহিনী জড়িত।

আফগানিস্তানের বালখ প্রদেশের পুলিশ প্রধান সৈয়দ কামাল বলেন, আমরা স্বচোখে দেখেছি, পাকিস্তানি সেনাবাহিনীর প্রশিক্ষিত কর্মকর্তারা মাজার-ই-শরীফে হামলায় অংশ নিয়েছিল। আমি ৯৯ ভাগ নিশ্চিত করে এ কথা বলতে পারি। ভারতীয় কনস্যুলেটে ওই হামলার ঘটনায় প্রায় ২৫ ঘণ্টার অভিযানে চার হামলাকারী নিহত হয়। এ ঘটনায় এক আফগান নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।