সানি লিওনের আগমনের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের সম্পৃক্ততা নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৪ মার্চ ২০২২

বলিউড তারকা সানি লিওনের বাংলাদেশে আগমনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রোববার (১৩ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখার উপ-সচিব মাে. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২ মার্চের ৫২ নম্বর স্মারকের মাধ্যমে ‘সােলজার’ নামক চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভারের অনুকূলে বাংলাদেশে আগমনের ওয়ার্কপারমিট প্রদান করা হয়। পরে দেখা যায়, এ আমেরিকান অভিনেত্রী প্রকৃতপক্ষে সানি লিওন। সঠিক তথ্য গােপন করে ওয়ার্কপারমিট গ্রহণের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তার ওয়ার্কপারমিট বাতিল করা হয়।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এতে আরও বলা হয়, সানি লিওন গানবাংলা টেলিভিশনের আমন্ত্রণে বাংলাদেশে আগমন করেছেন। এই আগমনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কোনাে সম্পৃক্ততা নেই।

এর আগে শনিবার ঢাকার মাদানি অ্যাভিনিউয়ে কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতির মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সানি লিওনসহ ভারতীয় বেশ কয়েকজন তারকা ঢাকায় এসেছিলেন।

গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনকে বাংলাদেশে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়। তবে ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে তার বাংলাদেশে কাজের অনুমতি বাতিল করা হয়।

শেষ পর্যন্ত ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে রোববার সকালেই আবার ফিরে যান তিনি।

আইএইচআর/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।