কুমিল্লায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় জাহানারা আক্তার (২৪) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছফুয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ওই কারখানার দুই শতাধিক শ্রমিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।

Comilla-aciident

ঘটনাস্থল থেকে সাংবাদিক আরিফুর রহমান জানান, নিহত সীমা একটি লেগুনাযোগে স্থানীয় আমির শার্ট নামের একটি তৈরি পোশাকক কারখানায় যাওয়ার পথে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের চাপায় নিহত হন। ওই দুর্ঘটনার খবর পেয়ে কারখানার বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ওই দুর্ঘটনায় আরও অন্তত ৫ যাত্রী আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মুঠোফোনে জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে ও থানা পুলিশ অবরোধ তুলে নেয়াসহ যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কামাল উদ্দিন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।