মৈত্রী এক্সপ্রেসে বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি-পিসসহ আটক ২৬


প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১২ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি : মৈত্রী এক্সপ্রেস ট্রেন

ভারতের কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি-পিস জব্দসহ ২৬ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশনে ট্রেনটি এসে দাঁড়ালে অভিযান চালিয়ে ৫৬ লাগেজ শাড়ি ও থ্রি-পিস জব্দ করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার বলেন, ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৌঁছালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই।

শাড়ি ও থ্রি-পিসগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হচ্ছিল বলে জানান তিনি।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।