ভিভ রিচার্ডসের রেকর্ড ভাঙলেন রোহিত


প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

রেকর্ড গড়েই ভাঙার জন্য। কোন রেকর্ড দীর্ঘকাল স্থায়ী হয়, আবার কোন রেকর্ডের স্থায়িত্বকাল হতে পারে মাত্র ২০ মিনিট (মাত্র ক’দিন আগে মার্টিন গাপটিলের রেকর্ড ২০ মিনিটে ভেঙেছিলেন কলিন মুনরো)। তবে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে রেকর্ড করাটা যেন একটু কষ্টকর বিষয়ই। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বোলারদের মোকাবেলা করে সেঞ্চুরি তোলাও যেন এক অসাধ্য বিষয়। কিন্তু রোহিত শর্মা, আজ যা করে দেখালেন সেটা এক কথায় অসাধারণ। আর কেউ নন, কিংবদন্তী ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডসও যে তাকে স্যালুট জানাতে পারেন এখন। কারণ, তারই গড়া ৩৬ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিলেন রোহিত।

সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার কিংবা বিরেন্দর শেবাগ- কেউ পারেননি যেটা সেটাই করে দেখালেন রোহিত। ১৯৮০ সালের ৬ ডিসেম্বর থেকে শুরু- এরপর গত ৩৫ বছরে ৫৮জন ভারতীয় ব্যাটসম্যান পার্থের ওয়াকায় চেষ্টা করেছিলেন; কিন্তু কেউ পারেননি তিন অংকের দেখা পেতে। অবশেষে ভারতীয়দের সেই আক্ষেপ ঘোচালেন রোহিত। প্রথম ভারতীয় হিসেবে ওয়াকায় পেলেন সেঞ্চুরির দেখা।

শুধু ঘোচানোই নয়, রীতিমত রেকর্ড গড়ে ফেললেন রোহিত। রান বন্যা বইয়ে দিয়েও জিততে পারলো না ভারত। কিন্তু পার্থে রানের বন্যার সঙ্গে রেকর্ডেরও বন্যা বওয়ালেন রোহিত। ভাঙলেন ভিভ রিচার্ডসের সাড়ে তিন দশকের রেকর্ড। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই বিরুদ্ধে সেরা ওয়ানডে ইনিংস ছিল ভিভের ১৯৭৯ সালে অপরাজিত ১৫৩ রান। আজ (মঙ্গলবার) সে রেকর্ড ভাঙলো রোহিতের ব্যাটে। খেললেন ১৬৩ বলে অপরাজিত ১৭১ রানের ইনিংস।

এই এক ইনিংসে আরও যে সব রেকর্ড গড়লেন রোহিত:
• পার্থে প্রথম ভারতীয় হিসেবে ওয়ানডে সেঞ্চুরি
• অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনও দেশের হয়ে পঞ্চম সর্বোচ্চ ওয়ানডে স্কোর
• অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসেবে সেরা ওয়ানডে স্কোর এত দিন ছিল সৌরভের (১৪১)। রোহিত তা ভাঙলেন।
• এক দিনের ক্রিকেটে ১৭০ বা তার বেশি রানের ইনিংস সব চেয়ে বেশি (৩ বার) খেলেছেন শচীন টেন্ডুলকার। এ দিন তাকে ছুঁয়ে ফেললেন রোহিত।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।