ঢাকায় আইজিসিসির দ্বাদশ প্রতিষ্ঠা দিবস উদযাপন
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) দ্বাদশ প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে ঢাকায় ভারতীয় হাই কমিশন।
শুক্রবার (১১ মার্চ) ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনকালে দোরাইস্বামী ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানো ও শক্তিশালী করতে এবং মানুষে-মানুষে সংযোগ স্থাপনের জন্য সাংস্কৃতিক কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন।
আইজিসিসির শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের বিশেষ পর্বে আইজিসিসি শিক্ষার্থীরা গত ফেব্রুয়ারি মাসে প্রয়াত ভারতীয় সঙ্গীত জগতের তিন মহান ব্যক্তিত্ব- ভারতরত্ন লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ীর প্রতি শ্রদ্ধা জানান।
২০১০ সালের ১১ মার্চ ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের তৎকালীন সভাপতি ড. করণ সিং এবং বাংলাদেশের তৎকালীন মাননীয় তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ ঢাকার ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কেন্দ্রটি ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত, নৃত্য, হিন্দি ভাষা ও যোগব্যায়াম বিষয়ে ভারতীয় গুরু ও প্রশিক্ষকদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সংযোগের প্রচার করে।
এমকেআর