৭৫ হাজার টন ইউরিয়া আমদানি করবে সরকার
পঁচাত্তর হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে প্রায় একশ ছিয়ানব্বই কোটি টাকা।
রোববার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, তিনটি ভিন্ন প্যাকেজ রয়েছে। প্রত্যেকটিতে ২৫ হাজার মেট্রিক টন সার ক্রয়ের প্রস্তাব করা হয়েছে। এতে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে দেশ ট্রেডিং এজেন্সি। এরমধ্যে ৫০ হাজার মেট্রিক টন চট্টগ্রাম বন্দর দিয়ে অবশিষ্ট ২৫ হাজার মেট্রিক টন মংলা বন্দর দিয়ে আমদানি করা হবে বলে জানিয়েছেন মোস্তাফিজুর রহমান।
এদিনের বৈঠকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুবিয়া গোবিন্দপুর রাস্তায় তুলাতুলি নদীর উপর ৪৪০ মিটার প্রি-স্ট্রেজ কংক্রিট গাডার ব্রিজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৭৩ লাখ টাকা।
এ ছাড়া ঢাকা সিটি করপোরেশনের পরিছন্নতা কর্মীদের ধলপুর ক্লিনার্স কলোনীতে ৫টি ১০ তলা ভবন নির্মানের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ২ লাখ টাকা। এই কাজটি পেয়েছে মীর আখতার হোসেন লিমিটেড।
একই সভায় ঢাকা ওয়াসার ‘পদ্মা’ (জশলদিয়া) পানির শোধনাগার নির্মাণ প্রল্পের জন্য ২২ কোটি ২৬ লাখ টাকায় পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।