প্রধানমন্ত্রীর ভাষণ শুরু


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১২ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে তিনি ভাষণ দেয়া শুরু করেন।

প্রধানমন্ত্রী তার ভাষণে সরকারের নানা উন্নয়ন দিক তুলে ধরছেন। পাশপাশি নানা সম্ভাবনার কথা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যম একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১২ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ। এ নির্বাচন বর্জন করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি।

এএসএস/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।