লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
লালমনিরহাট সীমান্তের জাউরানী বিওপির ক্যাম্প এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ড্যান্ট পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্র জানায়, লালমনিরহাটের জাউরানী সীমান্তের ৯১২নং মেইন পিলারের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ব্যাটালিয়ন কমান্ডার এবং বিএসএফের ব্যাটালিয়ন কমান্ড্যান্ট পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিজিবির পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী, পিএসসি।
অপরদিকে, বিএসএফের পক্ষে ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২১ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শ্রী দেবিন্দার সিং।
বৈঠকে বিজিবির পক্ষ থেকে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য জোর তাগিদ দেয়া হয়। এছাড়াও অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশ এবং মাদকদ্রব্য পাচার সংক্রান্ত করনীয় বিষয়ে আলোচনা হয়।
রবিউল হাসান/এআরএ