চট্টগ্রামে গ্রেফতারের পর ‘হার্ট অ্যাটাকে’ আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৯ মার্চ ২০২২
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল/ফাইল ছবি

চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেফতারের পর মো. নজরুল ইসলাম বাবুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৮ মার্চ) রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‌্যাবের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

তিনি বলেন, নগরের পাঁচলাইশ থানা এলাকার শেভরন ডায়াগনস্টিক সেন্টারের পাশ থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়। এরপর আমরা তার পরিচয় নিশ্চিতে জিজ্ঞাসাবাদ করছিলাম। এসময় তিনি অসুস্থতাবোধ করেন। সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজনকে খবর দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

চমেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া (হার্ট অ্যাটাক) বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। নজরুলের গ্রামের বাড়ি নগরীর রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায়।

মিজানুর রহমান/এমপি/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।