‘নতুন প্রতিটি শপিংমলে ব্রেস্টফিডিং ও ডে-কেয়ার সেন্টার থাকতে হবে’
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার নতুন প্রতিটি শপিং সেন্টারে ব্রেস্টফিডিং সেন্টার ও ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা থাকতে হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার (৮ মার্চ) রাজধানীর গুলশান-২ এ নগর ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিএনসিসি এবং দ্যা কার্টার সেন্টার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র আতিক বলেন, একটি দেশ ও জাতির উন্নয়নে নারীদের কোনো বিকল্প নেই। আজকের নারীরা আর পিছিয়ে নেই, নারীরা তাদের অধিকার আদায় করে নিতে শিখেছেন। নারীরা এখন জানেন কীভাবে অধিকার আদায় করতে হয়।
তিনি বলেন, ডিএনসিসিতে সেবা প্রদানের ক্ষেত্রে নারীদের সবসময় অগ্রাধিকার দেওয়া হয়। শুধু নারী দিবসে নয়, বছরের ৩৬৫ দিনই নারীদের সম্মান ও সেবা প্রদানে ডিএনসিসি প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতা হওয়ার ক্ষেত্রে যে ব্যক্তিটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনিও কিন্তু একজন নারী। তিনি হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। যিনি সবসময় বঙ্গবন্ধুর পাশে থেকে ওনাকে অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছিলেন।
সভায় অন্যদের মধ্যে সাংসদ শবনম জাহান নাহিদ ইজাহার খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক উপস্থিত ছিলেন।
এমএমএ/ইএ/এএসএম