বসুন্ধরা সিটির সামনে রাস্তা পারের সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৫ মার্চ ২০২২
বসুন্ধরা সিটির সামনের সড়ক/ফাইল ছবি

রাজধানীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর। শনিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতকে নিয়ে আসা পথচারী সৌরভ জানান, বসুন্ধরা সিটি মার্কেটের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের পরিচয় জানা যায়নি। তবে ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম-ঠিকানা জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

কাজী আল আমীন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।