বেকহামের জার্সি নিতে ভয় পেয়েছিলেন রোনালদো


প্রকাশিত: ০৬:০৮ এএম, ১২ জানুয়ারি ২০১৬

টানা দুই বছর ব্যালন ডি’অর জিতে হাতছানি দিচ্ছিলেন মেসির করা হ্যাট্রিকের দিকে। তবে তা আর হল না। জুরিখে কাল মেসি আবার সেই ট্রফি ফিরে পেলেন, ফিরে পেলেন সিংহাসন। আর রোনালদো হারালেন তার সিংহাসন।

সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে মূল অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হন এবারের ফিফা ব্যালন ডি’অরের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা লিওনেল মেসি, নেইমার ও রোনালদো। সেখানে রোনালদোকে এক  সাংবাদিক প্রশ্ন করেন আপনি কেন ৭নং জার্সিটি পরেন?

সাংবাদিকের প্রশ্নের জবাবে রোনালদো জানালেন তার ৭ নম্বর জার্সি পাওয়ার ঘটনাটি। তিনি বলেন, আমি যখন ম্যানইউতে যোগ দেই তখন আমি ২৮নম্বর জার্সিটি চেয়েছিলাম, কিন্তু কোচ (ফার্গি) আমাকে বলেন তুমি ৭নম্বর জার্সিটি পড়বে। এতে আমি কিছুটা ভয় পাই, কারণ আমি জানি এটি বেকহাম পড়তো। পরবর্তীতে আমি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিই এবং এটি আমার লাকি নম্বরে পরিনত হয়। আমি এই জার্সির সাথেই ফুটবলের সবকিছু জয় করেছি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।