বাংলাদশ-জিম্বাবুয়ে সিরিজের স্পন্সর ওয়ালটন


প্রকাশিত: ০৬:০০ এএম, ১২ জানুয়ারি ২০১৬

বাংলাদশ-জিম্বাবুয়ে সিরিজের স্পন্সর হয়েছে ওয়ালটন পাওয়ার্ড বাই মার্সেল। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও মার্কেটিং এ্যান্ড কমার্সিয়াল চেয়ারম্যান কাজী এনাম আহমেদ, এক্সিম টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান বিন ফারুক, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান এবং ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।

এদিকে বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। সোমবার বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এল্টন চিগুম্বুরার দল।
 
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজের সবগুলো ম্যাচই হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।