নিউইয়র্কে বর্ষবরণ অনুষ্ঠানে ‘ভূতের স্বর্গ’
নিউইয়র্কে বাংলাদেশের জনপ্রিয় নাট্য তারকাদের নিয়ে অনুষ্ঠিত হলো জমজমাট নাটক ও সঙ্গীতানুষ্ঠান। গত রোববার উডসাইডের কুইন্স প্যালেসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ষবরণের এ উৎসবে বৃন্দাবন দাসের রচনা ও নির্দেশনায় ‘ভূতের স্বর্গ’ নাটক মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন বাংলাদেশের জনপ্রিয় নাট্যশিল্পী ফজলু রহমান, চঞ্চল চৌধুরী ও শাহনাজ ফেরদৌস খুশী।
নাটকে প্রতীকী অর্থে প্রবাসীদের যন্ত্রনাদগ্ধ জীবন-যাপনের কথা তুলে ধরা হয়েছে। স্বপ্ন ঘোরের এই আমেরিকাকে ‘ভূতের স্বর্গ’ হিসেবে নাটকে উপস্থাপনা করা হয়। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ বাঙালির জীবন উৎসর্গ, প্রিয় মাতৃভূমি কথা ও নিখাদ দেশ প্রেমের সংলাপে উপস্থিত অনেক দর্শক-শ্রোতা আবেগতাড়িত হয়ে পড়েন।
নাটক শেষে এ তিন গুণীশিল্পী সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া বৃন্দাবন চন্দ্র দাস, বৃষ্টি মুৎসুদ্দি ও হাফিজ সঙ্গীত পরিবেশন করেন।এরপর মাজিদ ডিজায়ার এর বিশেষ ফ্যাশন শো, ক্যাভারে নাচ অনুষ্ঠিত হয়।
লাইভ মিউজিক অনুষ্ঠানের মাধ্যমে পুরো সময় জুড়ে ছিলেন- পার্থ গুপ্ত, রিচারড মধু, রাকেশ ব্যানারজী এবং ঢোলী শফিক মিয়া। উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।
নতুন বছরকে স্বাগত জানিয়ে এ লাইভ কনর্সাটের মূল আয়োজক ছিলেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। অনুষ্ঠান শেষে ঢাকার থেকে আগত শিল্পীদের হাতে সম্মাননা তুলে দেন তিনি। এ সময় তার সঙ্গে মঞ্চে ছিলেন মোহাম্মদ শাহ নেওয়াজ, নাসরীন চৌধুরী, জাকারিয়া চৌধুরী প্রমুখ।
আরএস/পিআর