যশোরে শিশু সুরাইয়া হত্যা মামলার চার্জশিট দাখিল
যশোরে চাঞ্চল্যকর শিশু সুরাইয়া খাতুন হত্যা মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। সোমবার দাখিল করা ওই চার্জশিটে চারজনকে আসামি করা হয়েছে। অব্যাহতি দেয়া হয়েছে একজনকে। মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতয়ালি থানা পুলিশের ওসি শিকদার আক্কাস আলী চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
চার্জশিটে অভিযুক্তরা হলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়ার হাবিবুর রহমানের ছেলে ইরাদ হোসেন খান ওরফে মাসুদ রানা, আনসার আলীর ছেলে রিয়াজ, আব্দুল কাদেরের ছেলে আশরাফুল ইসলাম বকুল ও সিরাজ মোগলের ছেলে ফিরোজ মোগল বাবুল।
এ মামলায় আটক হওয়া অপরজন একই গ্রামের আরিফুল ইসলাম খানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ৭ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে সুরাইয়া স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে জগন্নাথপুর মোল্লাপাড়া আসামিরা তাকে তুলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। দুপুরে গ্রামের একটি পানের বরজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আকর আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, হত্যাকাণ্ডের শিকার সুরাইয়া খাতুন (১২) যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আকর আলীর মেয়ে ও জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল হাসান জানান, সুরাইয়ার লেখাপড়ায় যথেষ্ট আগ্রহ ছিল।
মিলন রহমান/এমএএস/আরআইপি