পরিবেশ দূষণের দায়ে সাভারে ৭ ট্যানারির গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৯ পিএম, ০১ মার্চ ২০২২
সাভারে ট্যানারির বর্জ্য, ফাইল ছবি

পরিবেশ দূষণবিরোধী অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার সাভারের ট্যানারিতে সাতটি প্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। আজ মঙ্গলবার (১ মার্চ) অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুনের নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহযোগিতায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপঙ্কর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।