বিত্ত নয়, সেবা করতে চিত্ত দরকার : ডেপুটি স্পিকার


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১১ জানুয়ারি ২০১৬

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, শুধু বিত্ত থাকলেই মানুষের কল্যাণে এগিয়ে আসা যায় না, মানুষের সেবা করতে হলে অনেক বড় চিত্তের অধিকারী হতে হয়।

সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে সুইড কার্যালয়ে প্রতিষ্ঠানটির উপদেষ্টা কমিটির সঙ্গে জাতীয় নির্বাহী কমিটির মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশাল চিত্তের অধিকারী একজন মহানুভব ব্যক্তি। তার সুযোগ্য কন্যা ও দৌহিত্রও হয়েছেন বড় মনের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধারে একজন যোগ্য প্রধানমন্ত্রী, মমতাময়ী মা,  স্নেহময়ী বোন। দেশ ও জাতি তার নিকট থেকে যে অসাধারণ সেবা পাচ্ছে তা  ইতিহাস হয়ে থাকবে।

সভায় সুইড বাংলাদেশের উপদেষ্টা কমিটির সদস্য কাজী রোজী, আবুল কালাম মোহম্মদ আহসানুল হক ডিউক চৌধুরী, এ কে এম জি মোস্তফা, জওয়াহেরুল ইসলাম মামুন, দেবপ্রিয় বড়ুয়া, আসমা জেরিন ঝুমু অংশ নেন।  

প্রতিবন্ধী সন্তানদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফজলে রাব্বী মিয়া বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে প্রধানমন্ত্রী এবং তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল নিবেদিত প্রাণ। এরই মধ্যে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন। প্রতিবন্ধীদের জন্য ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা তিনি নিজেই করেছেন। বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, বিধবা ভাতাসহ অনেক সমাজ সেবামূলক কাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।