তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় ইসলামাবাদে বৈঠক
আফগানিস্তান সরকার এবং বিদ্রোহী তালেবানের মধ্যে শান্তি আলোচনার পথ খুঁজে বের করতে আফগান, পাকিস্তানি, চীনা এবং মার্কিন প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ বৈঠক শুরু হয়েছে। খবর বিবিসির।
এক দশকেরও বেশি সময় ধরে আফগান সরকারের সঙ্গে তালেবানের লড়াই চলছে। ইসলামাবাদে এই বৈঠকের মধ্য দিয়ে বৈঠকে অংশগ্রহণকারীরা আশা করছেন তালেবানের সঙ্গে সমঝোতার পথ খুলে যাবে। তবে অন্তর্কলহে বিভক্ত তালেবানের পক্ষ থেকে কোন প্রতিনিধি এ বৈঠকে অংশ নেয়নি।
তালেবান নেতা মোল্লা ওমর ২০১৩ সালে নিহত হয়েছেন, এই গোপন খবরটি ফাঁস হওয়ার পর তালেবানের সঙ্গে আফগান সরকারের একটি শান্তি উদ্যোগ গত বছর ভেস্তে যায়। এর পর গত জুলাই মাসে মোল্লা মনসুরকে তালেবানের নতুন নেতা ঘোষণা করা হয়।
কিন্তু বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তালেবান নেতা তার প্রতি আনুগত্য প্রকাশে অস্বীকৃতি জানায়। তালেবানের মধ্যে মোল্লা মোহাম্মদ রসুলের নেতৃত্বে আরেকটি উপদলের সৃষ্টি হয় যারা সরাসরি মনসুরের বিরোধিতা করে আসছে।
এসআইএস/পিআর